Hoop Life

বিশেষ দিনে নিজেকে তৈরি করুন ৫টি উপাদান দিয়ে

করোনা আবহে বিয়ে বাড়িতে অতিথি সংখ্যার সংখ্যা অনেকটা কমাতে হয়েছে। তাই অনেকেই পার্লারে আর বুকিং করছেন না। বাড়িতেই নিজের মতন করে বিশেষ দিনে সেজে নিতে চাইছেন। অতিথি সংখ্যাও কম আর শুধু শুধু কেন এত টাকা খরচ করে সাজবেন। কিন্তু ওই বিশেষ দিনটিকে যাতে একটু বেশী বিশেষ লাগে তার জন্য আপনি ৫ উপায়ে স্টেপ বাই স্টেপ নিজেকে সাজিয়ে তুলতে পারেন।

১) বেস মেকআপ -»
নিজের ত্বক অনুযায়ী ফাউন্ডেশন বাছতে হবে। তবে ফাউন্ডেশন লাগানোর আগে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এছাড়া কনসিলার, ফাউন্ডেশন পাউডার, ব্লাশন ইত্যাদি ব্যবহার করে স্পেশাল দিনে নিজেকে সাজিয়ে তুলুন।

বিশেষ দিনে নিজেকে তৈরি করুন ৫টি উপাদান দিয়ে - HoopHaap

২) চোখের মেকআপ -»
বিশেষ দিনে একটু ভারী বেনারসি সঙ্গে চোখের মেকআপ একটু অন্যরকম হওয়ার দরকার। সে ক্ষেত্রে আইলাইনার, আইশ্যাডো, মাস্কারা, এবং কাজল ব্যবহার করতে পারেন। তবে চোখের মেকআপ এর সাথে সাথে অবশ্যই খেয়াল রাখতে হবে ভুরুর মেকাপের। সমস্ত সাজের সঙ্গে ভুরু যাতে চোখে লাগে তার জন্য একটু বেশি গাড়ো কালো রং করবেন।

বিশেষ দিনে নিজেকে তৈরি করুন ৫টি উপাদান দিয়ে - HoopHaap

৩) ঠোঁটের মেকআপ -»
বিশেষ দিনে নিজের ঠোঁট সুন্দর রাখা ভীষণ জরুরী। তবে ঠোঁট যদি বেশি শুকিয়ে যায়, তাহলে লিপস্টিক লাগানোর আগে অবশ্যই ঠোঁটে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। তারপরে ঠোঁটের মেকআপ করুন। আগেই লিপলাইনার দিয়ে আউটলাইন করে নিতে পারেন। যাদের পাতলা ঠোঁট, তারা ঠোঁটের একটু বাইরে আউটলাইন করলে ঠোঁট একটু মোটা লাগবে।

বিশেষ দিনে নিজেকে তৈরি করুন ৫টি উপাদান দিয়ে - HoopHaap

৪) চুলের স্টাইল -»
বিয়ের দিন যদি ট্রাডিশনাল সাজতে চান, তাহলে অবশ্যই খোঁপার সঙ্গে থাকতে পারে বেল বা জুঁই এর গোড়। যদি একটু অন্যরকম সাজতে চান তাহলে অবশ্যই বিনুনি ট্রাই করতে পারেন। বিনুনির সঙ্গে জড়িয়ে দিতে পারেন যে কোন ফুলের মালা।

বিশেষ দিনে নিজেকে তৈরি করুন ৫টি উপাদান দিয়ে - HoopHaap

৫) শাড়ির বাহার -»
বিয়ের দিন মানেই লাল বেনারসি। তবে যুগ পাল্টেছে আজকালকার দিনের আধুনিক মেয়েরা অনেক সময় লাল বেনারসি পড়তে চাননা। তার জায়গায় ট্রাই করতে পারেন আপনার পছন্দের যে কোন রং। তবে লালের ছোঁয়া থাকলে বিয়ের দিন ভালো লাগে। সে ক্ষেত্রে ঘিয়ের সঙ্গে লালের কম্বিনেশনে বেনারসি ট্রাই করতে পারেন।

বিশেষ দিনে নিজেকে তৈরি করুন ৫টি উপাদান দিয়ে - HoopHaap