Hoop PlusBollywood

Nora Fatehi: দো দিল মিল রাহে হ্যায় মগর চুপকে চুপকে! গুরু রণধাওয়ার প্রেমে পড়লেন নোরা ফতেহি?

কিছুদিন আগে গুরু রণধাওয়া (Guru Randhawa) ও নোরা ফতেহি ( Nora Fatehi)-র কয়েকটি পুরানো ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় তাঁদের সম্পর্ক ঘিরে শুরু হয় জল্পনা। তবে ওই ছবিগুলি ছিল তাঁদের পুরানো মিউজিক ভিডিওর ছবি। কিন্তু এই মুহূর্তে নোরার আরও একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা।

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

নোরা গুরুর আপকামিং মিউজিক ভিডিওতে কাজ করছেন। ফলে তাঁকে মৎস্যকন্যার রূপে সাজানো হয়েছে। এই সাজে নোরাকে যথেষ্ট আকর্ষণীয় লাগছে। নোরা ইন্সটাগ্রামে তাঁর এই ছবি শেয়ার করতেই গুরু কমেন্ট করেছেন তাঁর মৎস্যকন্যা বলে। প্রত্যুত্তরে নোরাও গুরুকে অনেক ভালোবাসা জানিয়েছেন। এরপরেই নোরা ও গুরুর সম্পর্কের চর্চা শুরু হয়েছে। তবে সম্প্রতি গুরু নিজেও একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন, তিনি আরও একটি মিউজিক ভিডিওতে নোরার সঙ্গে কাজ করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Guru Randhawa (@gururandhawa)

এর আগের মিউজিক ভিডিওটি গোয়ায় শুটিং হয়েছিল। সেখানে গুরু ও নোরাকে খালি পায়ে বিচের উপর হাঁটতে দেখা গিয়েছিল। কিন্তু আপকামিং মিউজিক ভিডিওর শুট গোয়ায় হবে কিনা তা বলা যাচ্ছে না।

 

View this post on Instagram

 

A post shared by Guru Randhawa (@gururandhawa)

এর আগে নোরা সম্পর্কে ছিলেন অঙ্গদ বেদী (Angad Bedi)-র সাথে। কিন্তু পরবর্তীকালে তাঁদের ব্রেক-আপ হয়ে যায়। অঙ্গদ বিয়ে করেন নেহা ধুপিয়া (Neha Dhupia)-কে। এরপর নোরার সঙ্গে মুম্বইয়ের ডান্স কোরিওগ্রাফার টেরেন্স লুইস (Terrence Lewis)-এর নাম জড়িয়েছিল। তবে পরবর্তীকালে জানা যায়, তা নেহাতই গুজব।

 

View this post on Instagram

 

A post shared by Guru Randhawa (@gururandhawa)

আরো পড়ুন -   ফের করোনায় প্রয়াত জনপ্রিয় অভিনেতা, শোকের ছায়া অভিনয় জগতে!

Related Articles

Back to top button