Hoop PlusTollywood

Solanki-Mithila: ‘মন্টু পাইলট’-এ নায়িকা বদল! শোলাঙ্কির জায়গা নিতে চলেছেন সৃজিত-পত্নী মিথিলা

২০১৯ এর শেষের দিকে মুক্তি পায় সাহসী ওয়েব সিরিজ মন্টু পাইলট। সেইসময়, সৌরভ-শোলাঙ্কির অভিনয় দর্শকদের মুগ্ধ করে। নিষিদ্ধ পল্লীর যৌনকর্মীদের নিয়ে গল্পের শুরু। এবং, অন্ধকার জগত, যৌনকর্মীদের জীবন এবং এক যৌনকর্মীর সঙ্গে এক দালালের প্রেমের সম্পর্ক নিয়ে তৈরি মন্টু পাইলট। হৈচৈ ওটিটি প্ল্যাটফর্মে (HoiChoi OTT Platform) বেশ হিট হয় এই সিরিজ। দর্শকরা অপেক্ষায় থাকে এর পরবর্তী পার্টের জন্য। অবশেষে আসতে চলেছে মন্টু পাইলটের নতুন গল্প।

আরো পড়ুন -   কালো শাড়িতে উঁকি দিচ্ছে ক্লিভেজ, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা

হ্যাঁ, এবারে আসতে চলছে এই সিরিজের নতুন পার্ট (Montu Pilot New Season)। এই গল্পে, সৌরভ নিশ্চিত থাকলেও দেখা যাবে না শোলাঙ্কিকে (Solanki Roy)। কিন্তু, কেন? এই সিরিজে শোলাঙ্কি দুর্দান্ত অভিনয় করেছিলেন, এরপরেও কেন থাকছেন না তিনি?

এই ব্যাপারে শোনা গিয়েছে, অভিনেত্রী নিজেই সরে দাড়িয়েছেন। এছাড়াও, এক নতুন প্রযোজনা সংস্থার হয়ে কাজ করছেন তিনি, ফলে, এই সিরিজের নির্মাতা সংস্থার এক প্রতিদ্বন্দ্বী প্রযোজনা সংস্থার সঙ্গে যাতে দ্বন্দ্ব না তৈরি হয় তাই নিজেই সরে গিয়েছেন। বিশেষ করে তাঁদের আসন্ন এক ছবির নায়িকা হিসেবে থাকছেন শোলাঙ্কি। এছাড়াও, অভিনেত্রী এই মুহূর্তে স্টার জলসার ধারাবাহিকে কাজ শুরু করে দিয়েছেন। গৌরবের সঙ্গে জুটি বাঁধছেন শোলাঙ্কি, তাই সব মিলিয়ে মন্টু পাইলটে থাকছেন না অভিনেত্রী। তাহলে কে অভিনয় করবেন ওই জায়গায়? এর উত্তরও আছে।

আরো পড়ুন -   শরীর ঢাকা স্বল্প পোশাকে, সোশ্যাল মিডিয়ায় ফের ঝড় তুললেন অভিনেত্রী পায়েল‌ সরকার

এও শোনা গিয়েছে, শোলাঙ্কির এই চরিত্রের জন্য অফার পেয়েছিলেন দেবলীনা চট্টোপাধ্যায়, কৌশানী সহ আরো অনেকে। কিন্তু, রাজি হন সৃজিত পত্নী মিথিলা (Rafiath Rashid Mithila).বর্তমানে, করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্ত পরিচালক মহাশয় সৃজিত মুখোপাধ্যায়। কোয়ারেন্টাইন পর্ব শেষ হলে কাজে ফিরবেন মিথিলা। তখনই শুরু হবে ‘মন্টু পাইলট’-এর নতুন পার্ট।

আরো পড়ুন -   অন্তরঙ্গ দৃশ্যে এই প্রথম অভিনয় মনামীর, ‘মৌচাক’ ভেঙ্গে মধু খেতে পারবেন ঠাকুরপোরা!

Related Articles

Back to top button