Hoop NewsHoop Trending

Weather Update: কয়েক ঘন্টার মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি, জেনে নিন কোন জেলায়

কিছুদিন আগেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে পয়লা বৈশাখের আগেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি থেকে একতরফাভাবে বঞ্চিত দক্ষিণবঙ্গবাসী স্বস্তি পেয়েছিল। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা পূর্বাভাস জারি করেছেন তা অনুযায়ী রাজ্যের কিছু জেলায় ঝেঁপে কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি আসতে পারে। মূলত সেই জেলাগুলি উত্তরবঙ্গের জেলা। দক্ষিণবঙ্গে আজ কোন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। আগামী কয়েকঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। সঙ্গে পাল্লা দিয়ে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।

কলকাতার তাপমাত্রা কমার বদলে পাল্লা দিয়ে প্রতিদিন বাড়ছে। গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর। একটু-আধটু হাওয়ার দাপট থাকলেও তা কোন তাপমাত্রা কমানোর কাজে আসছে না। আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা যেমনটা জানিয়েছেন তা অনুযায়ী আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। ৮৪ শতাংশ বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে। যার ফলে পাল্লা দিয়ে বাড়ছে আদ্রতা জনিত অস্বস্তি।

আজ এবং আগামীকাল কলকাতায় কোন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। আগামীকাল অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

গতকাল আসানসোল লোকসভা কেন্দ্রে উপ নির্বাচন সংঘটিত হয়েছে। ভোটের জন্য সেখানে এখন উত্তপ্ত আবহাওয়া। আসানসোলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার। তাপমাত্রা বাড়ার ফলে আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

লাগাতার বৃষ্টিতে কার্যত স্বস্তির ঘেরাটোপে উত্তরবঙ্গ। সেখানে কেমন থাকবে আবহাওয়া? উত্তরবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাহাড়ের দিকের জেলাগুলিতে বৃষ্টির প্রকোপ আরো বাড়তে পারে।